Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

গুগল পের (Google Pay) ব্যবহারে নিষেধ RBI-এর? জানুন আসল সত্যটা কী

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল একটি খবর। গুগল পে-র ওপর রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নিষেধাজ্ঞার সম্পর্কিত একটি ট্যুইট ঘিরে চাঞ্চল্য পড়ে গিয়েছিল ভারতে। কি এমন বলা হয়েছে সেই টুইটে?

এই সংক্রান্ত একটি টুইটে দাবী করা হয় , ভারতীয় নাগরিকদের গুগল পে (Google Pay) ব্যবহার করা নিয়ে বিশেষ ভাবে সতর্ক করেছে আরবিআই (RBI)। টুইটটি তে আরও দাবি করা হয়, দিল্লি হাইকোর্টকে দেওয়া এক হলফনামায় নাকি এমনটাই জানানো হয়েছে RBI সূত্রে। রাষ্ট্রের শীর্ষ ব্যাঙ্ক কর্তৃক দেওয়া ওই হলফনামায় বলা হয়েছে, Google Pay ব্যবহার করার সময়ে কোনও গ্রাহকের লেনদেন সংক্রান্ত কোনো জটিলতা বা সমস্যা তৈরী হলে তার দায় দেশের শীর্ষ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই (RBI)। তাই কোনো গুগল পে ঘিরে কোনো আর্থিক লেনদেনের সমস্যা তৈরী হলে কোনও ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না গুগল পে ব্যাবহারকারী সেই সংশ্লিষ্ট ব্যক্তি। কারণ, গুগল পে (G-Pay) ভারতে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payment Corporation of India) বা NPCI-এর অন্তর্ভুক্ত নয়। এই দাবীটিই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ফেসবুক এবং টুইটারে। গুগল পে সংক্রান্ত এই দাবি শেয়ার করছেন অনেক মানুষই। এছাড়াও হোয়াটসঅ্যাপেও প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে এই দাবি-সহ স্ক্রিনশট।

কিন্তু আদৌ কি গুগল পে (Google Pay) সংক্রান্ত এই দাবীর কোনো ভিত্তি রয়েছে?

জানা গিয়েছে, এই দাবি নেহাতই গুজব। এই ধরনের কোনও নির্দেশই জারি করেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI -এর প্রদত্ত অনুমোদিত তালিকায় পঞ্চম স্থানেই রয়েছে Google Pay। NPCI এর তালিকায় ইউপিআই (UPI) পেমেন্ট পদ্ধতি হিসেবে Google Pay-কে দেওয়া হয়েছে স্বীকৃতি। সংবাদসংস্থা পিটিআই (PTI) -কে দেওয়া একটি সাক্ষাৎকারে এদেশে গুগল পের দায়িত্বে এক আধিকারিক জানিয়েছিলেন, সম্পূর্ণভাবে ভারতের লেনদেন সংক্রান্ত আইন মেনেই ভারতে UPI লেনদেনের পরিষেবায় নিযুক্ত হয়েছে Google Pay।

Related posts

ডিভোর্সি পাত্রী চাই, ভুয়ো নাম পরিচয় সহ বিজ্ঞাপন দিয়ে কোটি টাকার হাতিয়ে নিল ব্যাক্তি

News Desk

এক ধাক্কায় আবারও বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে ৮ রাজ্যের ঊর্ধ্বমুখী R-Factor

News Desk

যৌনসুখ পাওয়ার মরিয়া চেষ্টা, অবশেষে বিয়ে সেক্সডলকে ,বাদ যায়নি মুরগির সঙ্গে যৌনতাও

News Desk