Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

সুস্থতার সাথে বাড়ছে স্বস্তি, কমছে করোনার দৈনিক সংক্রমণ

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র এবং রাজ্য থেকে জোরদার টিকাকরণের চেষ্টা চলচ্যে। গোটা রাজ্যে শেষ কয়েকদিনের পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে যে বুস্টার ডোজ নেওয়ার সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। যদিও আগের তুলনায় অনেকটাই কমেছে করোনা সংক্রমণ।

বরিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন। ৩.০৭ শতাংশ দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে। সব রাজ্যেই স্বস্তি দিয়ে একশোর নিচে দৈনিক আক্রান্তের সংখ্যা। একদিনে কলকাতায় আক্রান্ত ৭১ জন। তিলোত্তমার পরই সংক্রমণের দিক থেকে এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা। রাজ্যের মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ৪ হাজার ৭৫৫ জন।

যদিও মৃত্যু এখনো চলছে। যেমন রাজ্যে গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে চারজনের। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে মোট ২১ হাজার ৪৪১ জন। ১.০২ শতাংশ মৃত্যু হার। রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৪৮২ জন। বাংলার ২০ লক্ষ ৭৯ হাজার ৪২৩ জন এখনও পর্যন্ত ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। ৯৮.৮০ শতাংশ বর্তমানে সুস্থতার হার বেড়ে হয়েছে। আপাতত ৩,৭৮০ জন হোম আইসোলেশনে রয়েছেন। আর ১১১ জন করোনা আক্রান্ত হাসপাতালে ভরতি। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগী কমে ৩,৮৯১ হয়েছে।

যদিও কোভিডবিধি উঠে গেলেও করোনা সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৬৩৪টি। টিকাকরণও চলছে জোরকদমে টেস্টিংয়ের পাশাপাশি। করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৩৫ হাজার ৯১৯ জন।

Related posts

কোভিড ভ্যাকসিনের টোকেন বিক্রি চড়া দামে, ধুন্ধুমার জলপাইগুড়ি

News Desk

সত্যতা লুকিয়ে বিয়ে করেছিল স্ত্রী! বিয়ের পর আসল সত্য সামনে আসতেই ভয়ঙ্কর পদক্ষেপ নিলেন ব্যক্তি

News Desk

এই শর্ত না পূরণ হওয়া অবধি চলবে না লোকাল ট্রেন। কী মানলে চলবে ট্রেন জানালেন মুখ্যমন্ত্রী!

News Desk