Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

করোনা টিকা নিলেই মিলবে টিকিট মূল্যে বিশেষ অফার ! ঘোষণা ইন্ডিগোর

এবার বিমান ভাড়ায় মিলবে ১০ শতাংশ পর্যন্ত ছাড় টিকা নিলেই। করোনা বিমান সংস্থা ইন্ডিগো আবহে এই অফার ঘোষণা করল । এই ছাড় মিলবে বলে জানা গিয়েছে টিকার প্রথম ডোজ বা দুটি ডোজ নেওয়া থাকলেই। বিমান সংস্থা বিশেষ অফারের কথা ঘোষণা করে কেন্দ্রের গণ টিকাকরণের উদ্যোগের পাশে দাঁড়িয়ে এবং সাধারণ মানুষকে টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহিত করতে ।

ইন্ডিগোর তরফে বিবৃতিতে বলা হয়েছে, যেসব যাত্রীদের ১৮ বছর বা তার বেশি বয়স,এই অফারের সুবিধা পাবেন তাঁরাই । পাশাপাশি বিমান সংস্থা একাধিক শর্তের কথা বলেছে। ইন্ডিগো জানিয়েছে, সংশ্লিষ্ট যাত্রীকে ভারতে থাকতে হবে ফ্লাইট বুকিংয়ের সময়। একইসঙ্গে বলা হয়েছে, তাঁদের ক্ষেত্রেই ভাড়ায় ছাড় দেওয়া হবে যেসব যাত্রীরা ভারতে ভ্যাকসিন নিয়েছেন। বিমান সংস্থা কীভাবে বুঝবে যে যাত্রী টিকা নিয়েছেন?

Covid vaccine can get you discount in flight fare

ইন্ডিগো-র তরফে বলা হয়েছে, সংশ্লিষ্ট যাত্রীকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া ভ্যাকসিনেশন সার্টিফিকেট জমা দিতে হবে। তবেই ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন তিনি বিমান ভাড়ায়। অথবা সংশ্লিষ্ট যাত্রী বিমানবন্দরে চেক ইন কাউন্টার বা বোর্ডিং গেটে ভ্যাকসিনেশন স্টেটাস দেখাতে পারবেন আরোগ্য সেতুর মাধ্যমে।

ইন্ডিগো-র স্ট্রেটেজি এন্ড রেভিনিউ প্রধান সঞ্জয় কুমার বলেন, টিকাকরণের ক্ষেত্রে আমাদেরও কিছু দায়িত্ব আছে দেশের সব থেকে বড় বিমান সংস্থা হিসেবে । সাধারণ মানুষকে এই লক্ষ্যে উৎসাহিত করতে পারি আমরা। টিকাকরণে যাত্রাদের উৎসাহিত করার পাশাপাশি ইন্ডিগো-র মাধ্যমে যাতে তাঁরা কম খরচে যাতায়াত করতে পারেন এই অফার তার জন্যই। আমরা আগ্রহী আমাদের যাত্রীদের নির্ধারিত সময়ে, ঝঞ্ঝাট মুক্ত পরিষেবা দিতে।

Related posts

গাড়ির দরজা না খোলায় অপরিচিতর বাগানেই দম্পতি মাতলেন যৌন খেলায়! খবর গেল পুলিশে

News Desk

দুই সন্তানের বাবার সাথে পলাতক তিন সন্তানের মা! খুঁজতে গিয়ে প্রেমিককে দেখে পুলিশ হাঁ

News Desk

মর্মান্তিক! হাসিমুখেই পৌঁছেছিলেন শ্বশুরবাড়ি, বিয়ের ১০ ঘণ্টা পার হতে না হতেই মৃত্যু বধূর!

News Desk