করোনার কারণে বহু দেশের সীমান্তেই কড়াকড়ি। যার কারনে খারাপ হাল করোনা পরিস্থিতিতে পর্যটন শিল্পের। বহু মানুষ কাজ হারিয়েছেন। বিদেশ ভ্রমণ প্রায় বন্ধ।
এখনও বেশ সঙ্কটজনক ভারতে করোনা দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি। তাই ভারতীয় পর্যটকদের বহু দেশই বেড়ানোর ভিসা দিচ্ছে না।
কিন্তু জানেন কি ভারতীয় পর্যটকদের কয়েকটি দেশ সে দেশে বেড়াতে যাওয়ার অনুমতি দিচ্ছে এই পরিস্থিতেও। তবে বেশ কয়েকটি নিয়ম তার আগে মাথায় রাখতে হবে। সেগুলি দেখে নেওয়া যাক।
রাশিয়া: অবশ্যই সঙ্গে রাখতে হবে আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট। পরীক্ষা করাতে হবে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে। গ্রাহ্য হবে না অ্যান্টিবডি পরীক্ষার রিপোর্ট। তাপসী পন্নুর মতো সব ঠিক থাকলে আপনিও ঘুরে আসতে পারেন রাশিয়া।
তুরস্ক: আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে এখানেও। পরীক্ষা করাতে হবে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে। সে দেশে তার পরেও ১৪ দিন নিভৃতবাসে থাকতে হবে। এই ১৪ দিনে আরটি-পিসিআর পরীক্ষা হতে পারে আবারও। তবেই পরিকল্পনা করুন যখন হাতে সময় থাকবে।
আইসল্যান্ড: কোভিড সংক্রমণ হয়েছে আগে, এবং সুস্থও হয়ে গিয়েছেন। তাহলে আর আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে না । এই প্রমাণ থাকলে, এবং টিকাকরণ (ভারতে শুধুমাত্র কোভিশিল্ড) হয়ে গিয়ে থাকলে যেতে পারেন। নিভৃতবাসে ৫ দিন থাকতে হতে পারে।
সার্বিয়া: সঙ্গে রাখতে হবে আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট । কিন্তু যাত্রার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষাটি করাতে হবে।
মিশর: যদিও ভারত থেকে খুব বেশি ফ্লাইট মিশর যাচ্ছে না। কিন্তু তার পরেও এখন ভারতীয় নাগরিকরা মিশর ঘুরেতে যেতে পারেন। নেগেটিভ রিপোর্ট দরকার আরটি-পিসিআর পরীক্ষার। পরীক্ষা করাতে হবে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে । নিভৃতবাসেও কিছু দিন থাকতে হতে পারে।
উজবেকিস্তান: নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে আরটি-পিসিআর পরীক্ষার। পরীক্ষা করাতে হবে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে । ১৪ দিন নিভৃতবাসে উজবেকিস্তান পৌঁছে থাকতে হবে।
আফগানিস্তান: দেশের রাজধানী কাবুলে ক্রমশ কোভিড সংক্রমণ বাড়ছে। তবু ভারতীয়রা চাইলেই সে দেশে যেতে পারেন। যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে দরকার নেগেটিভ রিপোর্ট করানো আরটি-পিসিআর পরীক্ষার।
দক্ষিণ আফ্রিকা: করোনার আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতেই হবে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে। তা না থাকলে নিজের খরচায় নিভৃতবাসে থাকতে হবে পর্যটকদের।
কোস্টারিকা: সঙ্গে রাখতে হবে টিকাকরণের শংসাপত্র বা আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট। তার পরে বেড়ানোর পাস বানিয়ে নিতে হবে সে দেশে পৌঁছে।
মরিসাস: ১৫ জুলাইয়ের পর থেকে দরজা খুলে দিচ্ছে মরিসাস বিদেশের পর্যটকদের জন্য। সঙ্গে নেগেটিভ রিপোর্ট রাখতে হবে আরটি-পিসিআর পরীক্ষার। ১৪ দিনের নিভৃতবাসেও থাকতে হবে পর্যটকদের তার পরে।