এই সপ্তাহেই দেশের দৈনিক করোনা আক্রান্তের (Daily Covid Cases) সংখ্যাটা নেমে এসেছিল ৩১ হাজারের গণ্ডিতে। প্রায় ১১৮ দিনের মধ্যে যা ছিল সর্বনিম্ন। কিন্তু আজ বৃহস্পতিবার আবারও সংক্রমনের পারদ চড়ছে। চিন্তা বাড়িয়ে আবারও উর্ধ্বমুখী সংক্রমন , দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফের ৪০ হাজারের উপরে।
লকডাউন শিথিল হতেই অসচেতনতা ফিরেছে মানুষের মধ্যে। কোনো বিধি নিষেধ ছাড়াই দেশের পর্যটন কেন্দ্রগুলিতে ঢল নেমেছে মানুষের। বহু মানুষ ব্যাবহার করছেন না মাস্কও। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই এহেন আচরণ চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের। আবারও কি স্বমহিমায় ফিরছে প্রাণঘাতী ভাইরাসটি? তবে, আক্রান্তের সংখ্যা বাড়লেও বেশ স্বস্তি মিলেছে দৈনিক মৃতের সংখ্যায়। অনেকদিন পর ভারতে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমে দাঁড়িয়েছে ছ’শোর নিচে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত রিপোর্টে অনুযায়ী বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮১ জনের। মৃতের সংখ্যাটা গত কয়েক সপ্তাহের মধ্যে সব চেয়ে কম।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন। যা আগের দিনের থেকে প্রায় ১০ হাজার বেশী। এই নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০ জনে। এই যাবৎ দেশে করোনার হানায় মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জন।
এরই মধ্যে ভারতে করোনাকে জয় করে সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ১ লক্ষ ৪৩ হাজার ৮৫০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ১৩০ জন।
দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৩২ হাজার ৪১ জন। ভারতে গত ২৪ ঘন্টায় করোনা টিকা পেয়েছেন ৩৪ লক্ষ ৯৭ হাজার ৫৮ জন। এখনও অবধি মোট ভ্যাকসিন পেয়েছেন ৩৯ কোটি ১৩ লক্ষ ৪০ হাজার ৪৯১ জন।