করোনা আবহে থমকে গেছে দেশের শিক্ষা ব্যাবস্থা। বেশিরভাগ ছাত্র ছাত্রী পড়াশুনা করছে বাড়ি থেকেই। কিন্তু করোনা কালেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রের মোদী সরকার।
সূত্রে খবর, কেন্দ্রের তরফ থেকে ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পড়ুয়াদের জন্যে। আর এই টাকা প্রায় ১২ কোটি পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে বলে জানানো হয়েছে।
কেন্দ্র তরফে সব সময়ই উপভোক্তাদের প্রাপ্য দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেখা গিয়েছে। দেশের করোনা কারণে অনাথ হয়ে যাওয়া শিশুদের শিক্ষা এবং ভবিষ্যৎ এর জন্য আর্থিক প্যাকেজ ঘোষনা করেছে কেন্দ্র। এরপর কেন্দ্রের তরফে ভারতের পড়ুয়া প্রায় ১২ কোটি শিক্ষার্থীর জন্য বড় ঘোষণা এলো।
নতুন এই ঘোষণায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ঘোষনা করেছেন মিড ডে ও মিল সামগ্রী ইত্যাদির বদলে খাদ্য সামগ্রীর জন্যে ধার্য টাকা সরাসরি পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়ে পাঠিয়ে দেওয়া হবে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আরও জানান, “সরকারের এই সিদ্ধান্তের ফলে সরকারি ও সরকারি সহায়ক বিদ্যালয়গুলোতে যে সকল পড়ুয়াদের জন্যে মিড ডে মিলের সুবিধা দেওয়া হয়ে থাকে সেই প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা পড়ুয়াদের অর্থ সাহায্য দেওয়া হবে।
ফলে বর্তমান করোনাকালে পড়ুয়াদের পুষ্টিকর খাবার যোগানোর জন্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকে আসা টাকা থেকে পড়ুয়াদের অভিভাবকরা নিজের পছন্দ মত খাদ্য তাদের সন্তান দের খাওয়াতে পারবে। এতে পড়ুয়াদের শারিরীক পুষ্টি মেলার বিষয়টি সুরক্ষিত হবে।
আপাতত মোট ১১ কোটি ৮০ লক্ষ পড়ুয়ার জন্যে এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রের তরফ থেকে ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শীঘ্রই এই টাকা দেওয়ার ব্যাবস্থা হবে।