Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

রাজপরিবারে পালিত হয় ব্রিটিশ রানীর দুটি জন্মদিন ,কেন এই অদ্ভুত নিয়ম? জেনে নিন

দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ রানি বা রানী এলিজাবেথ। তিনি ১৯২৬ সালের ২১ এপ্রিল রাত ২টা ৪০ মিনিটে ১৭ ব্রুটন স্ট্রিট মেইফেয়ার, লন্ডনে জন্মগ্রহণ করেন। এটিই প্রকৃত জন্মদিন তার। তবে মজার বিষয় হচ্ছে এর বাইরেও আরও একটি জন্মদিন পালন করা হয় রানির । ১২ জুন হলো সেই দিন । অফিসিয়ালভাবে তার জন্মদিন পালন করা হয় জুন মাসের দ্বিতীয় সপ্তাহে। এটি তার ৯৫তম জন্মদিন ছিল । কিন্তু তার ক্ষেত্রে কেনো এমনটি করা হয় তা হয়তো অনেকেরই অজানা।

British queen have two birthday per year why

বরাবরই দেখা গেছে রানি দ্বিতীয় এলিজাবেথ দুটি জন্মদিন পালন করেন প্রতিবছরই। সবচেয়ে দীর্ঘ সময় ধরে ব্রিটিশ সিংহাসনে থাকা রানির জন্মদিনগুলো অনাড়ম্বরভাবে কাটে । চলতি বছরের গত ২১ এপ্রিল রানির ৯৫তম জন্মদিন ছিল । কিন্তু এবার এই দিনটি ঘিরে কোনো আয়োজন রাখা হয়নি বড় ধরনের । কারণ তার স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যু হয় জন্মদিনের মাত্র কয়েকদিন আগেই । এজন্য রাজপরিবার ছিল পুরো শোকে কাতর। সে কারণেই কোনো বিশেষ আয়োজন ছিল না সেদিন রানির জন্মদিন ঘিরে । তবে তার দ্বিতীয় জন্মদিনে বিশেষ আয়োজন থাকছে।

জেনেনিন কেনো দুটি জন্মদিন পালন করেন তিনি । এর কারণ হলো, ব্রিটিশ রাজসিংহাসনে যেই থাকুক না কেন ঐতিহ্য মেনেই তার অতিরিক্ত একটি জন্মদিন পালন করে যুক্তরাজ্য । সাধারণত এই জন্মদিন গ্রীষ্মেই পালিত হয় । কারণ আবহাওয়া ভালো থাকে গ্রীষ্মের।

রাজা দ্বিতীয় জর্জ এই ‘ভুয়া’ জন্মদিন পালনের রেওয়াজ শুরু করেন ১৭৪৮ সাল থেকে। দ্বিতীয় এই জন্মদিনটিতে ঐতিহ্য মেনেই রাজা বা রানী যিনিই সিংহাসনে থাকুন না কেন তিনি অংশ নেন নানা রঙে সজ্জিত সেনাদলের কুচকাওয়াজে। লন্ডনে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সেনাদলের কুচকাওয়াজ রানীর বাসভবন বাকিংহাম প্যালেস থেকে শুরু হয়ে । অতীতে জন্মদিন এভাবে পালন করা হতো বলে জানা যায় ব্রিটিশ রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদেরও ।

Related posts

তৃতীয় ঢেউ পেরিয়ে এসেছে দেশ, কিন্তু তাও থেকেই যাচ্ছে চিন্তা! কেন এমন বলছেন বিশেষজ্ঞরা?

News Desk

এক অদ্ভূত ভয়ের কারণে ভারতের এই গ্রামে আজও নেই একটিও পাকা বাড়ি, বিদ্যুৎ বা জ্বালানি গ্যাসও! জানেন কি?

News Desk

শখ মেটাতে ৫ দিনের বাচ্চাকে ৩ লাখ টাকায় বিক্রি করে দিলেন মা! জানাজানি হতেই যা হলো

News Desk