Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

‘সেক্সে’ পরিপূর্ন ব্রিটিশ পার্লামেন্ট! কেন বলা হচ্ছে এমনটা? জেনে নিন

ব্রিটিশ পার্লামেন্টে সেই শুরুর দিন থেকে কোন কোন শব্দ সব থেকে বেশিবার উচ্চারিত হয়েছে জানেন? উত্তর শুনলে অবাক হয়ে যাবেন। হাসবেন নাকি আরও বেশি করে অবাক হবেন, সেই দ্বিধায় পড়ে যাবেন।

সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে বিভিন্ন সময়ের রাষ্ট্রনায়কদের কথা অনলাইনে শোনানোর ব্যবস্থা করা হয়েছে। সেখানে ১৮০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত অনেক নেতাদের ভাষণ শোনা যাচ্ছে। রয়েছে স্যর উইনস্টন চার্চিল থেকে মার্গারেট থ্যাচারের ভাষণও রয়েছে সেখানে।

সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে বিভিন্ন সময়ের রাষ্ট্রনায়কদের কথা অনলাইনে শোনানোর ব্যবস্থা করা হয়েছে। সেখানে ১৮০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত অনেক নেতাদের ভাষণ শোনা যাচ্ছে। রয়েছে স্যর উইনস্টন চার্চিল থেকে মার্গারেট থ্যাচারের ভাষণও রয়েছে সেখানে।

প্রায় ২০০ বছরের সব ভাষণ ভালো করে শুনে দেখা গিয়েছে, তাঁদের মুখ থেকে সেক্স শব্দটা বেড়িয়েছে ২৩ হাজার বার! সিগারেট এসেছে ১০ হাজারেরও বেশিবার!শুধু তাই নয়, নেতারা কথায় কথায় ব্যবহার করেছেন জেমস বন্ড এবং ড্রাকুলা শব্দের।তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে ওই শব্দটাই। সেক্স!

Related posts

ভারতের এই মন্দিরে ধুমধাম করে পূজিত হয় কুকুর। এমন কুকুর পুজোর রীতির কারন জানলে অবাক হবেন!

News Desk

গাড়ি চালানো শিখতে গিয়ে জখম বীরভূমের ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকার! ভর্তি হাসপাতালে

News Desk

শান্ত, বাধ্য, এবং রান্নায় পারদর্শী! রাইস কুকারের সাথে বিয়ে করে ফেললেন যুবক

News Desk