Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

প্রেমিকার জীবনে এসেছে নতুন পুরুষ! স্ট্যাম্প পেপার কিনে যুবতীর বাড়িতে হাজির পুরনো প্রেমিক

পেশাদারির একেবারে চূড়ান্ত। এবার জলপাইগুড়ির ধূপগুড়ি প্রেমঘটিত এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো । এক তরুণীর সাথে এক তরুণ দীর্ঘ প্রায় তিন বছরের সম্পর্কে ছিল। ওই তরুণ ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধূপগুড়ি পুর এলাকার। সে সম্পর্ক তাদের বেশ কয়েক বছর ছিল। অন্যান্য সমস্ত সম্পর্ক যেমন হয় এদের সম্পর্ক একেবারেই দুজনের মধ্যে তেমনটা ছিল। কিন্তু সেই তরুণ সম্পর্কের টালমাটাল অবস্থা দেখে বুঝতে পারেন । তিনি অনেক পরে তার প্রেমিকা সম্পর্কে জানতে পারেন এই যেমন ,এক নতুন যুবকের আগমন ঘটেছে তার প্রেমিকার জীবনে । পাশাপাশি আরো একজন আছেন প্রেমিক হিসেবে। তবে প্রেমিকার বাড়ির সামনে এনিয়ে পোস্টার নিয়ে ধর্নায় বসার রাস্তায় হাঁটতে চাননি তিনি। বরং একেবারে স্মার্ট প্রেমিকের মত অভিনব পরিকল্পনা করেন যুবক তিনি হাজির হয়েছিলেন প্রেমিকার বাড়ি। ২০ টাকার একটি স্ট্য়াম্প পেপার কিনে তিনি হাজির হয়েছিলেন প্রেমিকার বাড়ি।

একবারে উপরে লেখা হয়েছে সেই স্ট্যাম্প পেপারের , ‘প্রেম ভালোবাসার উচ্ছেদ উভয়পক্ষের।’ এরপরই তাঁর সম্পর্কের নানা দিক স্ট্যাম্প পেপার জুড়ে লেখা হয়েছিল। তাঁদের প্রেমের কাহিনি তাতে যেমন রয়েছে, তেমনি বেশ ফলাও করে উল্লেখ করা হয়েছে নতুন যুবকের তাঁদের সম্পর্কের মাঝে এন্ট্রির বিষয়টিও। তরুণীর যাতে কোনও সম্পর্ক না থাকে পুরানো প্রেমিকের সঙ্গে সেটাও উল্লেখ করা হয়েছে স্ট্যাম্প পেপারে। এরপর সই করেছেন। কিন্তু একবারও কি এসব করতে গিয়ে বুকের ভেতরে তাঁরা অনুভব করেননি মোচড় দেওয়া ব্যাথা? সেইটা তরুণীর সাথে কোনও ভাবেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে ওই যুবক সংবাদমাধ্যমকে জানিয়েছেন,আর এই সম্পর্কে একজন কীভাবে ঢোকে? তবে এখন নতুন সম্পর্কে আন্তরিকভাবে চাই ওরা ভালো থাক।

Related posts

কিছুতেই কমছে না করোনা, আবারও বাড়লো দৈনিক সংক্রমণ ও অ্যাকটিভ কেস

News Desk

স্বাস্থ্যমন্ত্রকের এর পরিসংখ্যানে আবারও উদ্বেগ, বাড়ছে সংক্রমণ, অ্যাক্টিভ কেস

News Desk

মানুষ যৌনকর্মী ভাবছে! রাস্তাঘাটে সমস্যায় পড়ছেন অভিনেত্রী, পুরুষরা জানতে চাইছে রেট কত?

News Desk