Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ফোন করে জানতে চাইছে বুস্টার ডোজ নেবেন কিনা? সাবধান, পাতা হতে পারে প্রতারণার ফাঁদ

করোনা ভ্যাকসিন নিয়ে আবারও প্রতারকরা ফাঁদছে অনলাইনে প্রতারণার ফাঁদ। আবার করোনা সংক্রমণ মাথাচাড়া দেওয়াতে ভাবনা চিন্তা করা হচ্ছে বুস্টার ডোজ নিয়ে। সাথে সাথে মানুষের মধ্যে বাড়ছে বুস্টার ডোজ পাওয়ার আকুতি। আর এই সুযোগ নিয়েই কলকাতায় গজিয়ে উঠেছে একটি অনলাইন জালিয়াতি চক্র। সতর্কতা এবং সচেতন না থাকলে আপনার সরলতার সুযোগ নিয়ে এই ভ্যাকসিন দেওয়ার নাম করে হয়ে যেতে পারে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সব টাকা গায়েব। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ।

ভ্যাকসিন প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্কবার্তা দিলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি(অপরাধ) (Joint CP Crime) মুরলীধর শর্মা। টুইটারে তিনি লিখেছেন, ”মানুষের সঙ্গে জালিয়াতি করার নতুন উপায় বের করেছে প্রতারকরা। কোভিড১৯ (Covid-19) এর বুস্টার ডোজ (Booster Dose) নিতে ইচ্ছুক কি না জানতে চেয়ে ফোন করতে পারে বা মেসেজ পাঠাতে পারে জালিয়াতিরা। যদি তার উত্তরে আপনি “হ্যাঁ” বলেন, তাহলে তারা আপনাকে একটা লিঙ্ক পাঠাবে। এবং সেই লিঙ্কে ক্লিক করতে বলবে। আপনি লিংকে ক্লিক করা মাত্র প্রতারকরা জানতে চাইবে আপনার ফোনে আসা একটি ওটিপি। আর এতেই পাতা আছে ফাঁদ। সতর্ক থাকুন কেননা এটি আপনার টাকা লুট করার ষড়যন্ত্র। এই ধরনের কোনও কল বা টেক্সট মেসেজ পেলে, কোন লিংকে ক্লিক করবেন না বা লিঙ্কটি ডাউনলোড করবেন না। ওটিপিও কাউকে দেবেন না।”

দেশ জুড়ে করোনা ভাইরাসের আবারও বাড়বাড়ন্ত হওয়ায় বুস্টার ডোজের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। মানুষের মধ্যে নতুন করে করোনা সংক্রমণ নিয়ে ভয় দেখা দিয়েছে। বুস্টার ডোজ কবে মিলবে এই নিয়েও অনেকের মধ্যে উদ্বেগ। আর এমন অবস্থাকেই কাজে লাগিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে একদল লোক। এই পরিস্থিতিতে প্রতারণার জাল নিয়ে চিন্তা বাড়ছে।

প্রসঙ্গত, গতবছর দেশজুড়ে করোনা টিকা দেওয়া শুরু হবার সাথে সাথেই মাথাচাড়া দিয়ে উঠে ছিল কিছু প্রতারণার চক্র। এ কিভাবে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল তারা। কিন্তু প্রশাসন সতর্ক থাকায় তারা সেই ভাবে সফল হতে পারেনি। নতুন বছরের তৃতীয় ঢেউয়ের কারণে বুস্টার ডোজ দেওয়ার খবর সামনে আসার সাথে সাথে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এই প্রতারণা চক্র গুলি। বর্তমান ডিজিটাল যুগে বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে এই সব চক্র। নানা ধরনের লিঙ্ক ডাউনলোড করানো, ভুয়ো লটারি, ব্যাংকের নাম করে এটিএম থেকে টাকা তুলে নেওয়া, নানা উপায়ে সাধারন মানুষের টাকা গায়েব করে নিচ্ছে প্রতারকরা। এখন নতুন করে করোনা ভ্যাকসিন নিয়েও পেতেছে জালিয়াতির চক্র।

Related posts

বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতেরও প্রচুর অবদান ছিল ভারতীয় সেনা বাহিনীতে! পরিবারে রেখে গেলেন কাদের?

News Desk

কেন্দ্রকে আবারও চিঠি মমতার: এবার মেডিসিন আর চিকিৎসা সরঞ্জাম থেকে জিএসটি প্রত্যাহারের করার দাবি জানালেন।

News Desk

পোশাক নয় তার পরিবর্তে অদ্ভুত ভাবে নিজের শরীর ঢেকে রাখে এই মডেল! শুনলে অবাক হবেন

News Desk