আপনি সরকারী বা বেসরকারী যে বাঙ্কেই কাজ করুন না কেন, আপনার স্যালারি অ্যাকাউন্ট কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আছে?
যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্যালারি অ্যাকাউন্ট থাকে, বিশেষ কিছু সুবিধা মিলবে সেক্ষেত্রে । কিন্তু মনে রাখবেন এই সমস্ত সুবিধা গুলি কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে পাওয়া যাবে না।
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের স্যালারি অ্যাকাউন্ট হোল্ডার দের জন্যে নিয়ে এসেছে একগুচ্ছ সুযোগ সুবিধা।
মিলতে পারে অতিরিক্ত ছাড় ছাড়াও আরো একাধিক সুবিধা। এই ব্যাপারে জানা যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এর তথ্যানুসারে। বিমাক্ষেত্রে সুবিধা, ব্যক্তিগত ঋণ, গৃহ ঋণ, গাড়ি ক্রয়ে ঋণ, শিক্ষা ঋণ ইত্যাদি ক্ষেত্রে।
জেনে নিন কোন ৫টি সুবিধা পাবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্যালারি অ্যাকাউন্ট থাকার :
এই দূর্ঘটনা জনিত বিমা কভার : ২০ লক্ষ টাকা পর্যন্ত দূর্ঘটনাজনিত বিমা করতে পারবেন স্টেট ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট থাকলে ।
বিমান দূর্ঘটনাজনিত কভার : এক্ষেত্রে ৩০ লক্ষ টাকা পর্যন্ত কভার মিলবে বিমান দূর্ঘটনাজনিত প্রাণহানির ক্ষেত্রে ।
ঋণ প্রসেসিং ফি-তে ৫০% ছাড় : স্টেট ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্ট হোল্ডার পাবেন ৫০% পর্যন্ত ছাড়, ঋণের প্রসেসিং ফি-তে ।
ওভারড্রাফটের সুবিধা : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওভারড্রাফটের সুবিধা দেয় তাঁদের স্যালারি অ্যাকাউন্ট হোল্ডারদের । ওভারড্রাফট মিলবে দুই মাসের বেতনের সমান অঙ্কে ।
লকার চার্জে ২৫% ছাড় : লকার চার্জে ২৫% পর্যন্ত ছাড় মিলবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় স্যালারি অ্যাকাউন্ট থাকলে।