Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অনলাইন-এ লেনদেনে মারাত্মক প্রতারণার ফাঁদ! বাঁচতে কড়া সতর্কতা জারি SBI-এর!

ক্রমবর্ধমান অনলাইন প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে কড়া সতর্কতা জারি করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

বিভিন্ন ব্যাঙ্কিং প্রতিষ্ঠান-এর নাম করে সাইবার জালিয়াতির নানা অভিযোগ উঠছে চারপাশে। যা রীতিমতো চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে। অনলাইন মাধ্যমে আর্থিক লেনদেন-এর সময় সময়ই বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকেরা প্রায়শই প্রতারণার শিকার হন। সাইবার দুনিয়া এ পেতে রাখা সেই সব হ্যাকারদের চক্রান্তে পা দিলেই অ্যাকাউন্ট থেকে রাতারাতি গায়েব হয়ে যেতে পারে সমস্ত সঞ্চিত টাকা। এই সমস্ত হ্যাকারদের পাতা ফাঁদ থেকে নিজের গ্রাহকদের বাঁচাতে এগিয়ে এল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। অনলাইন প্রতারণার থেকে বাঁচতে গ্রাহকদের দিল কড়া সতর্ক বার্তা।

সাইবার তথ্য জালিয়াতির ব্যাপারে প্রায়শই নানা ধরনের অ্যালার্ট মেসেজের মাধ্যমে নিজস্ব গ্রাহকদের সচেতন করে থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষ। এ ব্যাপারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষের তরফ থেকে কিছু বার্তা দেওয়া হয়েছে যে এখন বেশিরভাগ ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রেই বিভিন্ন ধরনের অনলাইন পদ্ধতির সাহায্য নেওয়া হচ্ছে। যা তুলনামূলক ভাবে নিরাপদ। এত কিছু সত্ত্বেও একাধিক প্রযুক্তিগত ফাঁক-ফোঁকর থেকে যাচ্ছে। যার ফলে প্রতারণার ফাঁদে পড়ছেন গ্রাহকেরা। অনেক গ্রাহকই নিজের ফোনে ব্যাঙ্কিং পিন, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য, সিভিভি কোড, পাসওয়ার্ড, সেভ করে রাখেন। এর ফলে খুব সহজেই কোনও সাইবার প্রতারণা বা ডিজিটাল ফ্রড-এর কবলে পড়েন তাঁরা।

সেসব থেকেই গ্রাহক কে সুরক্ষিত করতে কড়া সতর্কতা জারি SBI-এর!  SBI-এর গ্রাহক দের ব্যাঙ্ক কর্তৃপক্ষের পরামর্শ, ল্যাপটপ, কম্পিউার, বা মোবাইল এইরকম জাতীয় কোনও ডিভাইজে কোনও গোপন পিন, নথি,বা পাসওয়ার্ড সেভ না রাখার। সাথে সাথে SBI-এর গ্রাহকদের অনুরোধ করা হয়েছে, যাতে তাঁরা তাদের ল্যাপটপ, কম্পিউার, বা মোবাইল থেকে যত দ্রুত সম্ভব সেভ করে রাখা ব্যাঙ্ক সংক্রান্ত নথি বা তথ্য মুছে ফেলেন। এর পাশাপাশি আর্থিক লেনদেনের ক্ষেত্রে যেকোনো ধরনের অসুরক্ষিত অ্যাপকে এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে। অসতর্ক হলেই ঘটে যেতে পারে সাইবার ক্রাইমের মতো কোনও বড় বিপদ ।

প্রসঙ্গত, ডিজিটাল ইন্ডিয়ার যুগে মানুষ আজকাল বেশিরভাগ কাজকর্মই অনলাইনের মাধ্যমে সারতে পছন্দ করছেন। স্বভাবতই অনলাইন লেনদেন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার বৃদ্ধি পাওয়ার পাশাপাশিই বাড়ছে সাইবার হ্যাকিং ও ডিজিটাল ফ্রড মতো ঘটনাও। সেসবের হাত থেকে গ্রাহকদের বাঁচাতেই সতর্কতা জারি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাড়াও আরো বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষের।

Related posts

বনগাঁয় প্রকাশ্য মঞ্চে মেলা কমিটির অনুষ্ঠানে উদ্দাম নৃত্য অর্ধনগ্ন নর্তকীদের, ভাইরাল হল ভিডিও

News Desk

স্বামীর এত বড় পুরুষাঙ্গে আপত্তি স্ত্রীর! বাধ্য হয়েই স্বামী করলেন এই কাজ

News Desk

প্রাক্তন NSG প্রধান করোনায় প্রয়াত, মুম্বই হামলায় জঙ্গিবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন

News Desk